পুরনো পণ্য বদল থেকে নতুন পণ্যের দুনিয়ায়

রি-কমার্স প্ল্যাটফর্ম সোয়াপ এবার দৃষ্টি দিলো অন্যদিকে। পুরনো বা রিফার্বিশ মোবাইলের পাশাপাশি তাদের দৃষ্টি এখন নতুন পণ্যের দিকেও। তাদের ঘরে এলো অ্যাপল পণ্য।

সম্প্রতি প্লাটফর্মটি অফিসিয়াল ওয়ারেন্টিসহ আইফোন, আইপ্যাড, ম্যাকবুকসহ অ্যাপল আনুষাঙ্গিক পণ্য বিক্রির অফিসিয়াল অনুমোদন পেয়েছে। এ উপলক্ষে অ্যাপল পণ্যে বিশেষ অফার ঘোষণা করেছে কোম্পানিটি। এছাড়া প্রতিযোগিতা মূল্যে অ্যাপল পণ্য বিক্রয়ে অ্যাসুউরড বাই ব্যাক, ইজি আপগ্রেড'সহ বিভিন্ন অফার ঘোষণা করেছে প্ল্যাটফর্মটি।

এ অফারের আওতায় অফিসিয়াল আইফোন ১৩ সিরিজ কেনার জন্য বিনিময় করার সময় পুরানো পণ্যের মূল্যের উপর ৫০ শতাংশ অতিরিক্ত এক্সক্লুসিভ সোয়াপ ডিল। অফার চলবে ৩১ মে পর্যন্ত।

অ্যাপল পণ্য ছাড়াও সোয়াপে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপ, মোটরসাইকেল, গাড়ি, আসবাবপত্র এবং হোম অ্যাপ্লায়েন্সের মতো বিভাগগুলোতে ক্রয়-বিক্রয় এবং বিনিময় সুবিধা। গ্রাহকরা সহজেই এই প্ল্যাটফর্মে তাদের ব্যবহৃত ডিভাইস বিক্রি করতে পারেন।

সোয়াপ’র সিইও পারভেজ হোসেন বলেন, ক্রেতাদের অফিসিয়াল পণ্যের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতা মূল্যে অ্যাপল পণ্য দিতে চাই। এজন্য আমরা অদল-বদলসহ নানা রকম অফার নিয়ে এসেছি। বিস্তারিত জানা যাবে swap.com.bd এই ঠিকানায়।