‘বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বরিশাল হাইটেক পার্ককে তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রীর উপহার উল্লেখ করে বলেছেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১৬ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল আইটি, হাই-টেক পার্ক’র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্ঞান সমৃদ্ধ প্রযুক্তিনির্ভর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব গড়ে তোলা হয়েছে। ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া শেখ হাসিনাকে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশেষায়িত ল্যাব চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আইটি, আইটিইএস খাতে ইতিমধ্যে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইসিটি খাতের রফতানি আয় বর্তমানে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন সাড়ে ৬ লাখ। তিনি বরিশাল হাইটেক পার্কে প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার তরুণরা বরিশাল নগরীকে সিলিকন নগরী হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এ হাই-টেক পার্কটি প্রতিষ্ঠার ফলে এলাকার তরুণ মেধাবীরা উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হবে এবং প্রত্যন্ত অঞ্চলে বসেই ব্যবসা করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ এ পার্কটি নির্মাণ করায় প্রধানমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ১২ জেলায় আইটি, হাইটেক পার্ক প্রকল্পের পরিচালক মমতাজুল হক।