দীর্ঘ নোট লেখার সুযোগ আসছে টুইটারে

শিগগিরই দীর্ঘ নোট লেখার সুযোগ পাবেন টুইটার ব্যবহারকারীরা। ইতোমধ্যে এ সম্পর্কিত একটি ফিচারের পরীক্ষা চালানো শুরু করেছে কর্তৃপক্ষ। সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সবার জন্য সুবিধাটি চালু করা হতে পারে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, টুইটার নোটস নামের একটি ফিচারের পরীক্ষা চালানো শুরু করেছে প্লাটফর্মটি। এর সাহায্যে ২৮০ অক্ষরের বেশি লেখার সুযোগ থাকবে।

টুইটার এই মুহূর্তে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ঘানায়। আসন্ন এই ফিচার কীভাবে কাজ করবে সে সম্পর্কিত ছোট একটি জিআইএফ-ও শেয়ার করেছে প্রতিষ্ঠানটি।