অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেটে যা থাকবে

অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেট বাজারে আসার গুঞ্জন চলছে কয়েক মাস ধরেই। সম্প্রতি ব্লুমাবার্গের বরাতে মার্ক গুরম্যান জানান, সেই হেডসেটে থাকতে পারে অ্যাপলের ফ্ল্যাগশিপ প্রসেসর এম২। গুরম্যান জানান, অ্যাপলের এই ডিভাইসটি দিয়েই অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির কাজ করা যাবে।

এদিকে সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মিং-চি কুয়োর অতীতের বক্তব্যেও দেখা গিয়েছিল অ্যাপলের হেডসেটে এম১ চিপের ক্ষমতাসম্পন্ন একটা প্রসেসর ব্যবহার করা হবে। আর ডাটা পরিচালনার জন্য ডিভাইসের সেন্সরে একটি কম ক্ষমতার প্রসেসর বসানো থাকবে। গুরম্যান অবশ্য এই সেকেন্ডারি চিপের কথা উল্লেখ করেননি। অপরদিকে দ্য ইনফরমেশন জানিয়েছিল হেডসেটটিতে একাধিক চিপ থাকতে পারে।

সবশেষে অ্যাপল তার ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে জানায়, ডিভাইসটিতে তারা এম২ চিপ ব্যবহার করবে। এটি এম১ এর চেয়ে ১৮ শতাংশ দ্রুত গতির সিপিইউ এবং ৩৫ শতাংশ দ্রুত গতির জিপিইউ।

এছাড়া গুরম্যানের ধারণা অনুসারে হেডসেটটিতে ব্যবহার করা হবে ১৬ জিবি র‌্যাম। অপরদিকে মেটার হেডসেটটিতে থাকছে ৬ জিবি র‌্যাম আর স্ন্যাপড্রাগন এক্সআর২ প্ল্যাটফর্ম। আশা করা যাচ্ছে, আগামী বছর জানুয়ারিতে এটি বাজারে আসবে আবার মে মাসেও আসতে পারে বলে জানায় সংবাদ মাধ্যম ভার্জ।