২০১৫ সালে গ্রামীণফোনের আয় সাড়ে ১০ হাজার কোটি টাকা

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা

মোবাইল অপারেটর গ্রামীণফোন ২০১৫ সালে ১০ হাজার ৪৮০ কোটি টাকা আয় করেছে যা আগের বছরের তুলনায় ২ ভাগ বেশি। নতুন গ্রাহক এবং সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ২ দশমিক ৪ ভাগ। আর ডাটা রাজস্বের ৬৬ ও মূল্য সংযোজিত সেবার রাজস্ব ৩১ শতাংশ বাড়ায় এই প্রবৃদ্ধি এসেছে। চতুর্থ প্রান্তিকে নতুন গ্রাহক ও ট্রাফিক রাজস্ব ২০১৪ সালে তুলনায় ৫ দশমিক ২ ভাগ বৃদ্ধি পায়।

সোমবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোন ২০১৫ সালের আর্থিক বিবরণী প্রকাশ করে। ওই অনুষ্ঠানে জানানো হয়, গত বছর গ্রামীণফোনে নতুন গ্রাহক যোগ হয়েছে ৫২ লাখ যার ফলে বছর শেষে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লাখে।

ডাটা গ্রাহকের (ইন্টারনেট ব্যবহারকারী) সংখ্যা ৪৫ ভাগ বেড়ে ১ কোটি ৫৭ লাখ হয়েছে এবং ডাটা ব্যবহারের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী রাজিব শেঠি বলেন, বছরের শুরুটা কঠিন হলেও গ্রামীণফোন ব্যবসায়িক সাফল্য অব্যহত রাখতে সক্ষম হয়েছে। ডাটা ছিল প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি অন্যদিকে ভয়েস প্রতিযোগিতামূলক অফারের কারণে চাপে ছিল।

অনুষ্ঠানে জানানো হয়, আয়কর প্রদানের পর ২০১৫ সালে মুনাফা হয়েছে ১ হাজার ৯৭০ কোটি টাকা যা ২০১৪ সালে ছিল ১ হাজার ৯৮০ কোটি টাকা।

গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, ২০১৫ সালে দুর্বল টপ লাইন পারফরম্যান্স স্বত্বেও আমরা লাভজনক প্রবৃদ্ধি করতে সক্ষম হয়েছি।ে

/এইচএএইচ/