৩০ তরুণকে নিয়ে হয়ে গেলো ফ্রিডম ফেলোস বুটক্যাম্প

তরুণ প্রজন্মের দক্ষতা বিকাশ, পাশাপাশি মানবীয় ও নৈতিক গুণাবলির উৎকর্ষ সাধনে তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব এবং ফ্রেডরিখ নাউম্যান ফাউন্ডেশন বাংলাদেশ যুগ্মভাবে ফ্রিডম ফেলোস নামে একটি চারদিনব্যাপী বুটক্যাম্পের আয়োজন করে। যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় কক্সবাজারের সৈকত সংলগ্ন হোটেল কল্লোলে।  

মূলত এই দুটি প্রতিষ্ঠান বছরের বিভিন্ন সময়ে যুগ্মভাবে এই বুটক্যাম্পের আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের অসংখ্য তরুণ-তরুণী এই বুটক্যাম্পে অংশ নিয়ে থাকেন।  সর্বশেষ বুটক্যাম্পটি করার জন্য আবেদনকারীদের প্রতিষ্ঠান দুটি তাদের নিজেদের খরচে দেশের অন্যতম বৃহত্তম পর্যটন কেন্দ্র কক্সবাজারে নিয়ে যায়। সেখানে অংশগ্রহণকারীদের থাকা-খাওয়াসহ যাবতীয় বিষয় বুটক্যাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

চারদিনব্যাপী এই বুটক্যাম্পের মাধ্যমে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীদের বিবিধ বিষয়বস্তুর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ৭ নভেম্বর কর্মশালা শুরু হয়। মূল কর্মশালাটি শুরু হয় দ্বিতীয় দিন ৮ নভেম্বর। এদিন চারটি ভিন্ন বিষয়ের ওপর ভিন্ন চারটি সেশন অনুষ্ঠিত হয়। ৮ তারিখের প্রথম সেশনটির বিষয়বস্তু ছিল কন্টেন্ট তৈরি এবং গল্প বলার ক্ষমতা। এই সেশনটি পরিচালনা করেন প্রেনিউর ল্যাবের সহপ্রতিষ্ঠাতা আরিফ নিজামী ও বাংলা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সৈয়দ নাজমুল হোসেন।

কর্মশালাটি শেষ হয় বৃহস্পতিবার (১০ নভেম্বর)। এ দিন পাঁচটি ভিন্ন বিষয়বস্তুর ওপর কন্টেন্ট বানানোর জন্য পাঁচজন প্রতিযোগীকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে সার্টিফিকেটসহ বিশেষ পুরস্কার এবং সব অংশগ্রহকারীর হাতে সার্টিফিকেটসহ অংশগ্রহণের পুরস্কার তুলে দেওয়া হয়।