লেখাকে সঙ্গীতে রূপান্তর করবে গুগলের এআই

গুগলের গবেষকরা নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে যা সঙ্গীতের টেক্সট পড়ে সেখান থেকে সঙ্গীত তৈরি করতে পারবে। শুধু তাই নয়, সেটাকে শ্রুতিমধুর করতে নানারকম যন্ত্রের ঝঙ্কার বা তাল মিশ্রণও ঘটাবে। এটি অনেকটা ডিএএলএল-ই সিস্টেমের মতো যা কিনা ছবি থেকে সেটার বিষয়ে লেখা তৈরি করে দিতে পারে। সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এই মডেলটির নাম দেওয়া হয়েছে মিউজিকএলএম।

তবে এটি হয়তো এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি। অনলাইনে কিছু ডেমো রয়েছে। মিউজিক এলএম মানুষের স্বরও সিমুলেট করতে পারে। তবে এগুলো এখনও অতোটা নিখুঁত হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছে ভার্জ। খুব মনোযোগ দিয়ে শুনলে কিছু ক্ষেত্রে এর সমস্যাগুলো বোঝা যেতে পারে। কিছু ক্ষেত্রে বেশ অপরিণত বলে মনে হবে। তবে সাধারণভাবে শুনলে তেমন একটা কিছু বোঝা যাবে না। গান শুনলে মনে হবে কেউ ইংরেজিতে গাইছে যদিও বাস্তবে সেটা না।

তবে এভাবে মিউজিক তৈরিতে অন্যের মিউজিক নকল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গুগলও এ বিষয়ে তার সচেতনতার কথা জানিয়েছে। বিশেষত এ বিষয়ে যেন কোনও অপব্যবহার না হয়। তবে এটি নিয়ে যারা এখন পর্যন্ত গবেষণা করছেন তারাই এটাকে ব্যবহার করতে পারবেন। গুগল জানায়, তারা প্রায় সাড়ে পাঁচ হাজার মিউজিক-টেক্সট প্লেয়ারের ডাটা সেট তৈরি করেছে। এটি সবার সবার জন্য উন্মুক্ত করা হবে।