১০ হাজার টাকার স্মার্টফোনে ‘সেরা চিপসেট’ ইউনিসক টি৬০৬

১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে সেরা পারফমেন্সের চিপ সেটের মর্যাদা পেয়েছে ইউনিসক টাইগার টি৬০৬ চিপসেটটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনটুটু ও গিকবেঞ্চ বেঞ্চমার্ক অনুযায়ী এই বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেট। পাশাপাশি গেমিং পারফর্মেন্সের দিক দিয়েও অন্যান্য চিপসেটের চেয়ে এগিয়ে ইউনিসক টি৬০৬। ফলে এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের মধ্যে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটযুক্ত হ্যান্ডসেটটি গ্রাহকদের কাছে সেরা পছন্দ হতে পারে।

উল্লেখ্য, ফোনের পারফরমেন্স পরিমাপ করার জনপ্রিয় অ্যাপ আনটুটু বেঞ্চমার্ক। স্মার্টফোন ও এর বিভিন্ন যন্ত্রাংশের পারফরমেন্সের তুলনা করার জন্য এই অ্যাপটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্রেতা আনটুটু বেঞ্চমার্কের স্কোর জেনে তাদের পছন্দের ফোনটি কিনে থাকেন। বর্তমানে বাজারে ১০ হাজার টাকা মূল্যের মধ্যে যেসব স্মার্টফোন রয়েছে, আনটুটু বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী সেসবে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটের স্কোর সর্বোচ্চ। এই চিপসেটযুক্ত ফোনের পারফরমেন্স সমমানের অন্যান্য চিপসেটযুক্ত ফোনের চেয়ে অনেক বেশি। 

সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা যায়, বাজেট হ্যান্ডসেটগুলোয় যেসব চিপসেট ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যে আনটুটু বেঞ্চমার্কে ইউনিসক টি৬০৬ চিপসেটটি সবচেয়ে বেশি স্কোর পেয়েছে। এই চিপসেটটির আনটুটু বেঞ্চমার্ক স্কোর ১৬১৩২২।

আনটুটু বেঞ্চমার্কের পাশাপাশি গেমিং পারফর্মেন্স পরীক্ষায়ও অন্যান্য চিপসেটের চেয়ে অনেক এগিয়ে ইউনিসক টি৬০৬। গেমিংয়েও ভালো পারফরমেন্স দিচ্ছে টি৬০৬ চিপসেটটি।-বিজ্ঞপ্তি