উইন্ডোজ-১০ দ্বিতীয়

উইন্ডোজ টেন

বাজারে আসার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা উইন্ডোজ-১০ ব্যবহারের দিক থেকে সব উইন্ডোজের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এক্ষেত্রে উইন্ডোজ-৮ এবং ৮.১ এই দুটি ভার্সনকে আলাদাভাবে বিবেচনা করা হয়েছে।

অন্যদিকে ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে উইন্ডোজ-৭। সম্প্রতি নেট মার্কেট শেয়ারের এক প্রতিবেদনে এমন তথ্যই উল্লেখ করা হয়।

উইন্ডোজ-৮ এবং ৮.১ ভার্সনকে ইতিমধ্যে পেছনে ফেলেছে বাজারে নতুন আসা উইন্ডোজ-১০। তবে উইন্ডোজ-৭-কে পেছনে ফেলতে আরও অনেক দূর যেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উইন্ডোজ-৮ এবং ৮.১ প্রায় একই ধরনের। এই দুটির মধ্যে সামান্য কয়েকটি পার্থক্য ছাড়া তেমন কোনও পার্থক্য নেই।

এদিকে মাইক্রোসফট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, ব্যবহারকারীদের মাঝে উইন্ডোজ-১০ যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং এই জনপ্রিয়তা যদি অব্যাহত থাকে তবে অচিরেই ব্যবহারের দিক থেকে উইন্ডোজ-৭ -কে পেছনে ফেলবে উইন্ডোজ-১০।

সূত্র: ইয়াহু

/এইচএএইচ/