নতুন ফিচার নিয়ে এলো স্কাইপে

স্কাইপে

গত মাসে অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য নতুন গ্রুপ ভিডিও কলিং ফিচার উদ্বোধন করে স্কাইপে। এবার সেই ফিচারটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

স্কাইপের গ্রুপ ভিডিও কলিং-এর মাধ্যমে একই সঙ্গে ২৫ জন ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারবে। এই কলের সময় গ্রিড ভিউয়ের মাধ্যমে সবাইকে দেখা যাবে এবং এর ফোকাস থাকবে অ্যাক্টিভ স্পিকারের ওপর। এর আগে স্কাইপের মাধ্যমে এক সঙ্গে ৫ জন ব্যবহারকারী চ্যাটে অংশগ্রহণ করতে পারত।

স্কাইপের এই বিনামূল্যের ফিচারটি ইতিমধ্যে পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা উপভোগ করছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/