বাজারে ক্যাননের মাল্টিফাংশনাল প্রিন্টার

ক্যানন প্রিন্টার

সাশ্রয়ী মূল্যে প্রিন্ট সুবিধা দিতে ক্রেতা সাধারণের জন্য বাংলাদেশে ক্যানন সিস্টেম পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস প্রথমবারের মতো নিয়ে এলো ক্যানন পিক্সমা জি২০০০ ইঙ্কজেট মাল্টিফাংশন সিএনজি প্রিন্টার।

বাজারে থাকা অনান্য সিএনজি প্রিন্টারের সঙ্গে এর পার্থক্য হলো ইঙ্কজেট মাল্টিফাংশন সিএনজি প্রিন্টারের প্রধান পার্থক্য হলো, এই প্রিন্টারের ইঙ্ক ট্যাংক থাকে সম্পূর্ণ ভিতরে। ফলে প্রিন্টারকে দেখায় স্মার্ট। ক্যানন পিক্সমা জি২০০০ সিএনজি ইঙ্কজেট প্রিন্টারের কালো কার্টিজ ও কালার কার্টিজের দাম ৮০০ টাকা। যা দিয়ে ৬ হাজার পৃষ্টা সাদা-কালো ও ৭ হাজার রঙিন পৃষ্ঠা প্রিন্ট করা যাবে।

প্রিন্ট, স্ক্যান ও ফটোকপিসহ ক্যানন পিক্সমা জি২০০০ ইঙ্কজেট মাল্টিফাংশন  সিএনজি প্রিন্টারের অনান্য বৈশিষ্ট্য হলো, ৬০ সেকেন্ডে ৪ বাই ৬ ইঞ্চি বর্ডারলেস ফটো প্রিন্ট, ৪৮০০ বাই ১২০০ ডিপিআই রেজুলেশন, প্রিন্ট স্পিড ৫ দশমিক ০ আইপিএম কালার ও ৮ দশমিক ৮ আইপিএম সাদা-কালো।

চারটি ইঙ্ক ট্যাংকসহ ক্যানন পিক্সমা জি২০০০ প্রিন্টারের দাম ১৪ হাজার টাকা।

ক্যাননের এই প্রিন্টারটি পাওয়া যাচ্ছে জেএএন অ্যাসোসিয়েটসের সব ব্রাঞ্চ ও আউটলেটে। ফোন: ৯৬৬০৬০১।

/এইচএএইচ/