বিশ্বব্যাপী চালু হচ্ছে ফেসবুকে অনুভূতি প্রকাশের ৬টি বাটন

জাকারবার্গের স্ট্যাটাস

অবশেষে ফেসবুক অনুভূতি প্রকাশের ৬টি নতুন বাটন বিশ্বব্যাপী উন্মুক্ত করছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আজ থেকে বিশ্বব্যাপী আমরা রি-অ্যাকশনস’ বাটন চালু করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা তথা সেবা যুক্ত করছে। এবার তেমনই আরও ৬টি সেবা যুক্ত হলো। এর মধ্যে রয়েছে হা হা-সহ ৬টি নতুন ইমোজি বা বাটন। তাই শুধু লাইক দিয়েই নয়, ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে তাদের অনুভূতি প্রকাশ করতে পারবেন। এর আগে বাটনগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হয়। ৬টি ইমোজি হলো লাইক, লাভ, হাহা, ইয়াই, ওয়াও, স্যাড ও অ্যাংরি বাটন। এই ৬টিকে আবার একসঙ্গে বলা হচ্ছে ফেসবুক রি-অ্যাকশান।

অনেকদিন ধরে ফেসবুক ব্যবহারকারীদের দাবি শুধু লাইক বাটন নয়, এই বাটনের পরিবর্তে ‘ডিজলাইক’ বাটনও যুক্ত করতে হবে। ব্যবহারকারী কোনও পোস্টে এ ধরনের ইমোজি যুক্ত করতে চাইলে লাইক বাটনে চেপে ধরলে বাকি ইমোজিগুলো দেখাবে। সেখান থেকে নির্দিষ্ট ইমোজি ব্যবহার করা যাবে।

/এইচএএইচ/