স্মার্টওয়াচ এক্সচেঞ্জ অফারে বদলে নেওয়া যাবে যেকোনও ঘড়ি

দেশে এই প্রথম স্মার্টওয়াচ এক্সচেঞ্জ অফার দিচ্ছে সেলেক্সট্রা। ক্যাম্পেইনে অ্যাপল ওয়াচ, টাইটান, ফাস্টট্র্যাক, হাইফিউচার, অ্যামাজফিট, ডিজো এবং এক্সট্রা ব্র্যান্ডের স্মার্টওয়াচ পুরনো যেকোনও ডিজিটাল বা অ্যানালগ হাত ঘড়ির সঙ্গে বদলিয়ে নেওয়া যাবে। পুরোনো ঘড়ির এক্সচেঞ্জ ভ্যালু এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইনের বিষয়ে সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, টেকলাইফ পণ্য হিসেবে এখন শুধু তরুণ প্রজন্মই নয় বরং সব বয়সী মানুষের কাছেই এটি একটি স্টাইলিশ বা প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে। তাই স্মার্টওয়াচকে সবার হাতে সহজে পৌঁছে দিতে বাংলাদেশে এই প্রথমবারের মতো আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।

সেলেক্সট্রার অনলাইন শপের ওয়েবসাইটে (www.salextra.com.bd) লগইন করে ক্যাম্পেইনে প্রবেশ করতে হবে। সেখান ঘড়ির তথ্য ও ছবি দিতে হবে। এরপর সেলেক্সট্রার পক্ষ থেকে ফোন করে আলোচনার মাধ্যমে ঘড়ির দাম নির্ধারণ করা হবে। সেলেক্সট্রার অনলাইন শপের পাশাপাশি বসুন্ধরা সিটির অফলাইন শপ থেকেও এক্সচেঞ্জ করা যাবে। ক্যাম্পেইনটি সেপ্টেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। -বিজ্ঞপ্তি