এয়ারটেল নিয়ে এলো বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন, যেখানে প্যাশন আর অ্যাডভেঞ্চারের মিশেলে তৈরি এক মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে আজকের তরুণদের এনার্জি আর উন্মাদনা। এই ক্যাম্পেইন তাদের জন্য, যাদের প্রাণ ভরে ওঠে মিউজিকের বিটে, যারা ফ্যাশনে নিজের স্টাইল দেখিয়ে দেয়। নিয়ে যায় সেই দুনিয়ায়, যেখানে নেই কোনও সীমা, নেই কোনও বাধা। গেমিং, মিউজিক, আড্ডা, খাবার, অথবা ফ্যাশন-সবই জমে উঠে বন্ধুদের সঙ্গে। এয়ারটেলের এই নতুন ক্যাম্পেইন ঠিক তরুণদের মনটা ধরে ফেলেছে– বেঁচে থাকার মানে কী, সেটা দেখিয়ে দিয়েছে। এখানে আছে প্যাশন, অ্যাডভেঞ্চার আর অজস্র সম্ভাবনার গল্প।