হোয়াটসঅ্যাপের নতুন কয়েকটি ফিচার

হোয়াটসঅ্যাপ

সম্প্রতি ১০০ কোটি ব্যবহারকারীর ক্লাবে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি গত কয়েক মাসে বেশ কয়েকটি নতুন ফিচার নিয়ে এসেছে। এগুলো হলো-

১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এটা হলো ডকুমেন্ট শেয়ারিং। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ফাইল আদান-প্রদান করতে পারে। তবে এখন পর্যন্ত এর মাধ্যমে শুধু পিডিএফ ফাইল আদান-প্রদান করা যায়।

ফাইল শেয়ার করতে হলে ব্যবহারকারীকে স্ক্রিনের একেবারে ওপরে ডানপাশে অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ডকুমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। সেখান থেকেই ব্যবহারকারী ফাইল শেয়ার করতে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ আইফোনের জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে যা আইফোন ব্যবহারকারীদের দেবে ভিন্ন রকম সুবিধা। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং ড্রপবক্স থেকে ফাইল অন্য জায়গায় পাঠাতে সক্ষম হবেন।

৩. হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যের সংখ্যা বৃদ্ধি করেছে। আগে একটি গ্রুপে সদস্যের সংখ্যা ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সেই সংখ্যাটি বর্তমানে ২৫৬ করা হয়েছে।

৪. এখন থেকে ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভিডিও জুম করতে পারবেন। তবে এই সুবিধাটি পাবেন শুধু আইওএস ব্যবহারকারীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/