আসছে এইচএমডি'র প্রথম স্মার্টফোন

স্মার্টফোনের জগতে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে এইচএমডি। সম্প্রতি ফোনটির একটি অফিশিয়াল রেন্ডার প্রকাশ করেছে সংবাদমাধ্যম ৯১-মোবাইল। আর এই প্রথমবারের মতো ‘এইচএমডি’ নামে তাদের নিজস্ব ফোন বাজারে আনতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এবার প্রতিষ্ঠানটি দুটি ফোন বাজারে আনবে। আইএমইআই ডাটাবেজ বিশ্লেষণ করে এমনটাই নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।

৯১-মোবাইল জানায়, আইএমইআই ডাটাবেজ থেকে যে দুটি ফোনের তথ্য পাওয়া গেছে তাদের মডেল নম্বর হলো, এন১৫৯ভি এবং টিএ-১৫৮৫। এদিকে সংবাদমাধ্যমটি এইচএমডি’র একটি সূত্র থেকে এন১৫৯ভি-এর একটি ছবি সংগ্রহ করেছে।

ধারণা করা হচ্ছে এইচএমডি’র প্রথম স্মর্টফোনটি হবে লোয়ার মিডরেঞ্জের একটি ফোন। এর কালো রঙের ফোনের পেছনের অংশটি ম্যাট ফিনিশড। তবে ব্যাক প্যানেলের ম্যাটেরিয়াল এখনও নিশ্চিত নয়। ফ্রেমটি প্লাস্টিকের হতে পারে।

সামনের ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে ডিভাইসটি ডান পাশে। এছাড়া ফোনটিতে এইচএমডি’র নতুন লোগো ব্যবহার করা হয়েছে, যা গত বছর ইইউআইপিও-এর তালিকায় প্রথম দেখা যায়। ব্র্যান্ডটি তাদের ফোনের সারিতে এখন থেকে নতুন ব্র্যান্ড পরিচিত দিয়েই ফোন বের করতে পারে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।