নারী দিবসে গুগলের ডুডল

গুগল ডুডলআজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। আজকেও সার্চ ইঞ্জিন গুগলে দেখা যাচ্ছে ডুডল রূপ। গুগল পেজ ওপেন করলেই চিরাচরিত গুগল লেখাটা একটু ভিন্নরূপে দেখা যাচ্ছে। সেখানে বিজ্ঞান, সাংবাদিকতা, খেলাধুলা, প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ দেখানো হয়েছে। তবে গুগল বলছে, এবার নারী দিবস আমরা উদযাপন করতে চেয়েছি ‘পরবর্তী প্রজন্মের ‘ডুডল ওর্দি ওমেন’দের যারা আগামী দিনের প্রকৌশলী, শিক্ষাবিদ, নেতা, মুভারস অ্যান্ড শেকারস।

এই ডুডলের জন্য বিশ্বের ১৩টি শহরের ৩৩৭ নারীর সঙ্গে কথা বলেছে এবং তারা প্রত্যেই বলেছে, ‘একদিন আমি হব/করব …’। যা উত্তরে যা এসেছে তা থেকেই থিম নিয়ে এবারের নারী দিবসের ডুডল।

প্রসঙ্গত, বিশেষ বিশেষ দিবস, ঘটনা উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল ডুডল রূপে সাজে এবং ওই দিবসটির বিশেষত্ব তুলে ধরে।তবে জরিপ করে ডুডল তৈরি করার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

/এইচএএইচ/এফএএন/