৪ টেরাবাইটের পার্পল হার্ডড্রাইভ

ওয়েস্টার্ন ডিজিটাল পার্পল

বাজারে এসেছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের ৪ টেরাবাইট পার্পল হার্ডড্রাইভ।

সারভেইলেন্স -এর জন্য বিশেষভাবে তৈরি এই হার্ডড্রাইভে কখনও ফ্রেম ড্রপ হয় না। যেকোনও সিকিউরিটি সিস্টেমে কাজে ডিভিআর এবং এনভিআরের কাজে বিশেষ মাত্রা যোগ করে এই হার্ডড্রাইভটি।

এই হার্ডড্রাইভটির ডাটা রিড ক্যাপাসিটি সাধারণ ডেস্কটপ হার্ডড্রাইভের তুলনায় প্রায় ছয়গুণ এবং রাইটিং ক্যাপাসিটি প্রায় দ্বিগুণ হয়ে থাকে। হার্ডড্রাইভটির ক্যাশ মেমোরি ৬৪ মেগাবাইট। দাম ১৫ হাজার টাকা। বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস।

/এইচএএইচ/