গুগল ক্রোম ব্রাউজারের কিছু কৌশল

গুগল ক্রোম

আপনি কি ইন্টারনেট ব্রাউজ করার জন্য প্রতিদিন গুগল ক্রোম ব্যবহার করেন? যদি আপনি গুগল ক্রোমকেই আপনার ব্রাউজার হিসেবে বেছে নিয়ে থাকেন তাহলে এর কিছু কৌশল জেনে নেওয়া ভালো।

এরকম কয়েকটি কৌশল হলো-

১. আপনি গুগল ক্রোমের অমনিবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্রাউজারটির যে জায়গায় আপনি সার্চের জন্য কোনও কিছু টাইপ করেন সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ক্যালকুলেশন করতে পারবেন। উদাহরণ হিসেবে আপনি যদি ৫ এর সঙ্গে ১০ গুণ করতে চান তাহলে অমনিবারে ৫ বাই ১০ টাইপ করুন। টাইপ করার পরই দেখবেন এর নিচে রেজাল্ট দেখাচ্ছে।

২. আমরা যখন পুরনো কম্পিউটারকে বাদ দিয়ে নতুন কোনও কম্পিউটারে কাজ শুরু করি তখন বুকমার্কগুলো হারিয়ে ফেলি। এ অবস্থায় এগুলো সংরক্ষণ করতে হলে জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে ক্রোমে সাইন-ইন করুন। তারপর যেকোনও তথ্য আপনি ক্লাউডে সংরক্ষণ করে রাখুন।

৩. কোনও ওয়েবসাইট যদি ব্যবহারকারী নিয়মিত ব্যবহার করেন তাহলে সুবিধার জন্য তিনি সেটা ডেস্কটপে পিনড ওয়েবসাইট হিসেবে রেখে দিতে পারেন। এজন্য প্রথমে যে ওয়েবসাইটটিকে পিনড করতে চান সেটাতে প্রবেশ করতে হবে। তারপর ক্রোম সেটিংস-এ গিয়ে মোর টুলস অপশন থেকে ‘অ্যাড টু ডেস্কটপ’ সিলেক্ট করতে হবে।

৪. গুগল ক্রোম বেশ কয়েকটি কি-বোর্ড শর্টকাট সাপোর্ট করে। এরকম কয়েকটি হলো-

Ctrl+Shift+N: এর মাধ্যমে ব্যবহারকারী নতুন একটি উইন্ডো খুলতে পারবেন। তবে এটি থাকবে গোপন উইন্ডো। এই উইন্ডো দিয়ে যা কিছুই করা হোক না কেন, সেগুলো ক্রোমের হিস্ট্রি (ক্রোম ব্রাউজার দিয়ে যা যা করা হয় তার সব তথ্য সংরক্ষণের জায়গা) -তে থাকবে না।

Ctrl +J: এটা দিয়ে ব্যবহারকারী সাম্প্রতিক সময়ে কী কী ডাউনলোড হয়েছে সেগুলোতে প্রবেশ করতে পারবেন।

Shift+Esc: এর মাধ্যমে গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার ওপেন করা যাবে।

Ctrl/Shift+F5: এর সাহায্যে কারেন্ট পেজটি রিলোড করা যাবে।

৫. ক্রোম ডিকশনারি

ওয়েবে কোনও কিছু পড়ছেন কিন্তু নির্দিষ্ট একটি শব্দের অর্থ জানেন না বলে কিছুই বুঝে উঠতে পারছেন না। কী করবেন তখন? চিন্তার কিছু নেই। ক্রোম ওয়েবস্টোর থেকে শুধু গুগল ডিকশনারিটি ইনস্টল করুন। ইনস্টল হওয়ার পর ডিকশনারি চালু করুন এবং তারপর যে শব্দটির অর্থ আপনি জানেন না সেটা সিলেক্ট করুন। দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত শব্দের অর্থটি পেয়ে গেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/