যে কারণে অপরিচিত কারও সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব নয়

ফেসবুক

অপরিচিত কোনও ব্যক্তি ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। তার ওয়াল ঘেঁটে আপনার তাকে ভদ্র বলেই মনে হলো। তাই তাকে আপনি কনফার্ম করলেন।

কিছুদিন পর তার সঙ্গে কথা বলা শুরু করলেন। প্রতিদিন তার সঙ্গে মেসেজ আদান-প্রদান হয়। এর কয়েকদিন পর তার সঙ্গে আপনার খুব ভালো বন্ধুত্ব হয়। বন্ধুত্বের কারণেই তার সবকিছু আপনি জানতে চেষ্টা করেন এবং সে আপনার সবকিছু জানতে চায়। আপনার সম্পর্কে তার এই আগ্রহের কারণেই আপনি আপনার সবকিছু তাকে বলে দেন।

কিন্তু আপনি জানেন কি, এই সামান্য ভুল আপনার জন্য কতটা বিপদের হতে পারে? এই ভুলের জন্য এমনকি আপনার জীবন হুমকির মুখেও পড়তে পারে।

আপনার এই সামান্য ভুলটি হলো- অপরিচিত কাউকে আপনার ফেসবুকের বন্ধু তালিকায় জায়গা দেওয়া। সম্প্রতি এ সম্পর্কিত এক গবেষণায় এর হুমকির দিকগুলো উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সেখানে যে হুমকির দিকগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে কয়েকটি হলো-

১. আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সেখান থেকে আপনি হারাতে পারেন প্রচুর পরিমাণ অর্থ।

২. আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে।

৩. আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির যেকোনও ধরণের ক্ষতি সাধন করতে পারে।

৪. আপনাকে যে কোনও খারাপ কাজে ফাঁসিয়ে দিতে পারে।

৫. অপহরণ করে টাকা দাবি করতে পারে।

৬. সর্বোপরি আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/