স্মার্টফোনে রাখা যাবে পাসপোর্ট

ই-পাসপোর্ট

ব্রিটিশ প্রযুক্তি প্রতিষ্ঠান ডি- লারু ঘোষণা দিয়েছে স্মার্টফোনে রাখা যাবে এমন পাসপোর্ট আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই প্রযু্ক্তির নাম দেওয়া হয়েছে পেপারলেস পাসপোর্ট। মূলত এটি হবে ই-পাসপোর্ট। জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

পেপারলেস পাসপোর্ট প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের মধ্যেই রাখা যাবে পাসপোর্ট। ফলে আলাদা করে আর পাসপোর্ট বহন করতে হবে না। স্মার্টফোন দিয়েই বোর্ডিং পাস ও পাসপোর্টের কাজ চালিয়ে নেওয়া যাবে। দো লারুর পক্ষে একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, পেপারলেস পাসপোর্ট প্রযুক্তি নিয়ে তারা কাজ করছে। এটি এখনও ধারণা ও গবেষণার পর্যায়ে রয়েছে।

স্মার্টফোনে পাসপোর্ট নিয়ে আসার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেটি নিয়ে চিন্তিত প্রতিষ্ঠানটির গবেষকরা। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করেই এ ধরনের প্রযুক্তি নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। পেপারলেস পাসপোর্ট প্রযুক্তি নিয়ে নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠন প্রুফপয়েন্টের ডেভিড জেভান্স বলেন, স্মার্টফোনে ডিজিটাল পাসপোর্ট রাখার জন্য নতুন হার্ডওয়্যারের প্রয়োজন হবে। স্মার্টফোনে ইলেকট্রনিক পাসপোর্টটি জমা থাকবে আর সেটা এয়ারপোর্ট বা অন্যান্য কাজে ব্যবহার করতে হবে তারহীন প্রযুক্তির মাধ্যমে। বিমানের টিকেট বা বোর্ডিং পাসে কিউআর কোড যেভাবে কাজ করে সেভাবেই স্মার্টফোনে রাখা পাসপোর্ট কাজ করবে। ডি- লারুর পক্ষ থেকে জানানো হয়েছে কাগজবিহীন বা পেপারলেস পাসপোর্ট এরই মধ্যে গবেষণায় সাফল্য পেয়েছেন তারা। এখন সেটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

/এইচএএইচ/