ফেসবুকে আবহাওয়ার পূর্বাভাস

ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতি বছরই নতুন নতুন ফিচার সেবা যুক্ত হচ্ছে। এবার যোগ হলো নিউজফিডে আবহাওয়া পূর্বাভাস দেওয়ার নতুন এই ফিচার। তবে সবার জন্য এখনও এটি উন্মুক্ত করা হয়নি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব জানিয়েছে কিছু ব্যবহারকারী নিউজফিডে এই পরিবর্তন দেখতে পাচ্ছেন। মূলত যুক্তরাজ্যের ব্যবহারকারীরাই প্রাথমিকভাবে এই সুবিধা পাচ্ছেন। ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করার পর তাদের গুড মর্নিং -এর সঙ্গে দিনের সম্ভাব্য আবহাওয়া সর্ম্পকেও জানানো হচ্ছে। তবে এই সেবা আসলেই সবার জন্য উন্মুক্ত হবে নাকি সে ব্যাপারে কিছু জানা যায়নি।

অনেক ব্যবহারকারী ফেসবুকের নতুন এই ফিচার উপভোগ করার কথা জানিয়েছে। ফেসবুকের নতুন এই সেবার মাধ্যমে শুধু যে আবহাওয়ার পূর্বাভাস জানা যাচ্ছে, তা নয়। নিউজটির নিচে ‘সি মোর’ অপশনে ক্লিক করলে সেদিনের আবহাওয়ার পূর্ণাঙ্গ তথ্য পাবেন ব্যবহারকারীরা। যদিও সেটি এখনও একদম সাধারণ পর্যায়ে রয়েছে।

এইচএএইচ/