পিছিয়ে গেলো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিন

টিআরএনবি আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত তথ্যপ্রযুক্তিমন্ত্রী ও বিটিআরসি চেয়ারম্যানখারাপ আবহাওয়ার আশঙ্কায় দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণের দিন পিছিয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ৭ মে মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে এই স্যাটেলাইট। এর আগে, আগামী ৫ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।
বুধবার (২৫ এপ্রিল) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৫ মে আবহাওয়া খারাপ হতে পারে—এমন আশঙ্কা থেকেই পেছানো হয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে দেশের প্রথম স্যাটেলাইট।