এখনও ফেসবুকের ওপর আস্থা রাখছেন গ্রাহকরা

ফেসবুকতথ্য অপব্যবহার কেলেঙ্কারির পরও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওপর আস্থা রাখছেন গ্রাহকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। রয়টার্সের এই জরিপে ব্যবহারকারীদের গতিবিধি পরিবর্তনের তেমন কোনও নজির পাওয়া যায়নি। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

২৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এই জরিপটি অনলাইনে পরিচালিত হয়। এতে ২ হাজার ১৯৪ জন প্রাপ্ত বয়ষ্ক আমেরিকান অংশ নেয়। তথ্য অপব্যবহার কেলেঙ্কারির পর ফেসবুকের বাজার পরিস্থিতি দেখতে চাচ্ছিলেন বিশ্লেষকরা। এ জন্যই মূলত জরিপটি করা হয়।

জরিপে অংশ নেওয়া ফেসবুক গ্রাহকদের মধ্যে এক-চতুর্থাংশ গ্রাহক বলেছে, তারা ফেসবুক ব্যবহার কমিয়েছেন বা ছেড়ে দিয়েছেন। তবে বাকি এক-চতুর্থাংশ বলেছেন, তারা আগের চেয়ে আরও বেশি পরিমাণে ফেসবুক ব্যবহার করছেন। অন্যদিকে ফেসবুক ব্যবহারে কোনও পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছে জরিপে অংশ নেওয়া বাকি গ্রাহকরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে ফেসবুকের বাজার প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। এ সময় প্রতিষ্ঠানটির মুনাফা হয় ৪৯০ কোটি ডলার। যা গত বছর একই সময়ে ছিল ৩০০ কোটি ডলার।

প্রসঙ্গত, ক্যামব্রিজ অ্যানালিটিকা ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অপব্যবহার করেছে বলে অভিযোগ উঠার পর কিছু গ্রাহক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি থেকে মুখ ফিরিয়ে নেন। পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ তথ্য অপব্যবহারের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চায়। একই সাথে আবার এমন কিছু না হওয়ার প্রতিশ্রুতি দেয়।