২০১৯ সালে আইফোনে থাকবে ‘আরও উন্নত ফেস আইডি’

Face ID

আপগ্রেডেড বা আরও উন্নতমানের ফেস আইডি ক্যামেরা (ফেস ডিটেকশন সিস্টেম) নিয়ে আসতে পারে অ্যাপল। ২০১৯ সালের আইফোনগুলোতে এই ফিচার দেখা যেতে পারে।

অ্যাপল বিশ্লেষক মিং চি-এর বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, ২০১৯ সালে আসা আইফোনগুলোতে আপগ্রেডেড ফেস আইডি ক্যামেরা সুবিধা থাকবে। এতে ব্যবহারকারীরা নতুন অভিজ্ঞতা পাবেন।

গত বছর ফেস আইডি ক্যামেরা সুবিধা নিয়ে আসে অ্যাপল। এটা যেকোনও ফেসকে ৩০ হাজার ডটে ভাগ করে। প্রথম দিকে বলা হয়েছিল, অন্ধকারে এই ফিচার খুব ভালো কাজ করবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায়, আলোতেও এটি সমান কার্যকর।

সামনের বছর আরও একটি ফিচার আনতে পারে অ্যাপল। টাইম অব ফ্লাইট থ্রি-ডি ক্যামেরা নামের এই ফিচার ২০২০ সালে সম্পূর্ণভাবে চালু হবে। এর সাহায্যে খুব ভালো মানের থ্রি-ডি ছবি তোলা সম্ভব হবে।

এদিকে, ২০২০ সালে ফাইভ-জি সাপোর্টেড আইফোন আনতে যাচ্ছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, এটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আমূলে পাল্টে দেবে। সূত্র– দ্য ভার্জ।