নিজস্ব ভবন পাচ্ছে বিটিআরসি

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান মোস্তাফা জব্বারটেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিজস্ব ভবন পেতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন নির্মাণ করা হবে।  বুধবার (১৩ মার্চ) বিটিআরসি ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হলো।
প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ সময় তিনি বলেন, ‘টেলিযোগাযোগখাতের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে বিটিআরসি। সব কাজের সমন্বয় করে যাচ্ছে। এতদিন সংস্থাটির নিজস্ব কোনও ভবন ছিল না। এবার সংস্থাটির নিজস্ব ভবন হতে যাচ্ছে। নতুন ভবনে এসে বিটিআরসি আরও ভালোভাবে কাজ করতে পারবে।’

প্রস্তাবিত বিটিআরসি ভবনের নকশাতিনি আরও বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বিটিআরসির দায়িত্ব টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা বজায় রাখা। তবে বিটিআরসি’র সামনে আপাতত কোনও চ্যালেঞ্জ নেই। যেসব কাজ আছে সংস্থাটি তা জনকল্যাণে নিজেরাই করতে পারবে।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগারগাঁওয়ে এক একর জায়গায় ১২ তলা বিশিষ্ট বিটিআরসি ভবন নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ২০২ কোটি টাকা।