ফেসবুকে জয়ের স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। দুপুরে ফেসবুক খুলে দেওয়া হলেও সন্ধ্যা ৭টার পরে নিজের ভেরিফাইয়েড পেজে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষেয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্ট্যাটাস দেন। তাতে তিনি লেখেন, ‘ফেসবুক এখন আবারও বাংলাদেশে খুলে দেওয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জামায়াতী সন্ত্রাসীরা গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেওয়ার মাধ্যম হিসেবে একে ব্যবহার করে। যে জন্য যুদ্ধাপরাধী মুজাহিদ ও সাকার ফাঁসির আগে এটা বন্ধ করা হয়েছিল। গণহত্যাকারীদের পক্ষ হয়ে চালানো ব্যাপক আন্তর্জাতিক অপপ্রচারের মুখেও এটা শুধুই আমাদের আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার জন্যই স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদের প্রতি সুবিচার করা সম্ভব হয়েছে।’

 

/এইচএএইচ/এফএ/