এবার বাংলালিংকের অডিট করবে বিটিআরসি

বিটিআরসিএবার মোবাইল অপারেটর বাংলালিংকের হিসাব অডিট করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ৪ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। সোমবার (৬ জানুয়ারি) কমিশনের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধি মোতাবেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিজস্ব ব্যয়ে এ অডিট কাজ পরিচালনা করবে। বাংলালিংকের আর্থিক, প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সবই অডিটের আওতায় থাকবে।
জানা গেছে, বিটিআরসি ২০১১ সালে বাংলালিংকের অডিটে গেলেও অডিটর নিয়োগ বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে এ বিষয়ে কার্যক্রম থেমে ছিল। নতুন করে এই ঘোষণার ফলে বাংলালিংকের অডিটের বিষয়টি গ্রামীণফোন ও রবির মতো (বিশেষ করে বকেয়া আদায়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ) আবারও সামনে এলো।