স্যামসাং নিয়ে এলো এসডি কার্ড


পিআরও এবং ইভিও প্লাস এসডি কার্ডউচ্চগতিসম্পন্ন এসডি কার্ড অবমুক্ত করলো স্যামসাং। এসডি কার্ডটি শুধু উচ্চ গতিই নয়; বরং এর স্থয়িত্বও বেশ ভালো। কার্ডটি ৪-কে ইউএইচডি এবং ফুল এইচডি ভিডিও সাপোর্ট করবে। টাইমসনাউ নিউজ জানায়, স্যামসাং পিআরও প্লাস এবং ইভিও প্লাস এই দুইটি ধারার এসডি কার্ড অবমুক্ত করেছে, যা এই মাসেই বাজারে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, নতুন এই এসডি কার্ড ডিএসএলআর ক্যামেরায় খুব ভালোভাবে চলবে।

১২৮ গিগাবাইটের পিআরও প্লাস এবং ইভিও প্লাস এর দাম পড়বে যথাক্রমে ২৪.৯৯ ডলার এবং ১৯.৯৯ ডলার, আর ২৫৬ গিগাবাইটের দাম যথাক্রমে ৪৪.৯৯ এবং ৩৯.৯৯ ডলার।

পিআরও প্লাস পিআরও প্লাস এবং ইভিও প্লাস উভয়রেই রিড ও রাইটের গতি থাকবে প্রতি সেকেন্ডে ৯০ থেকে ১০০ এমবি পর্যন্ত।

৩২ থেকে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মোট চার প্রকারের ধারণক্ষমতা সম্পন্ন কার্ড এনেছে স্যামসাং। কার্ডগুলোতে রয়েছে সাতটি ধাপে নিরাপত্তার ব্যবস্থা। থাকছে ১০ বছরের ওয়ারেন্টি।