পিসিবি তৈরি করছে সিম্ফনি মোবাইল

PCBA Image (1)সিম্ফনি মোবাইলফোন পিসিবি (প্রিন্টেড সার্কিট বোর্ড) অ্যাসেমব্লিং শুরু করেছে। সাভারের আশুলিয়ার আউকপাড়াতে সিম্ফনি মোবাইলের দ্বিতীয় কারখানায় মোবাইল ফোনের জন্য পিসিবি তৈরির পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিম্ফনি জানিয়েছে, প্রায় ৬৭ হাজার বর্গফুট জায়গায় নির্মিতব্য বহুতল ভবন জুড়ে সিম্ফনি মোবাইলের দ্বিতীয় কারখানাটি তৈরি হচ্ছে। প্রাথমিক অবস্থাতেই সিম্ফনি এই কারখানা থেকে পরীক্ষামূলকভাবে পিসিবি অ্যাসেমব্লিং শুরু করলো।

এই কারখানায় পিসিবি ও মোবাইলফোন তৈরির পাশাপাশি মোবাইলফোন এক্সেসরিজ যেমন- চার্জার, হেডফোন, ডেটা ক্যাবলসহ অন্যান্য কিছু এক্সেসরিজও উৎপাদন করা হবে। অদূর ভবিষ্যতে মোবাইল ফোনের ডিসপ্লেও এই কারখানা থেকে উৎপাদন হবে বলে জানায় সিম্ফনি।

প্রতি মাসে ২ লাখ ইউনিট পিসিবি’র উৎপাদনের পরিকল্পনা করেছে সিম্ফনি। এতে এই কারখানায় প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ বলেন, ‘প্রথম থেকেই দেশে মোবাইলফোন উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিম্ফনি। তাই প্রথম কারখানাটি উদ্বোধন করার পরে দেরি না করে দ্বিতীয় কারখানা নির্মাণে হাত দেয় সিম্ফনি। এরই সফলতা হিসেবে দুই বছরের মধ্যে দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং কারখানাটি করতে পেরেছি।’

বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও সিম্ফনি মোবাইলফোনের বিভিন্ন যন্ত্রাংশ রফতানি করার পরিকল্পনা করছে বলে জানান জাকারিয়া শাহীদ।