ফিরিয়ে নিন ভুল করে পাঠানো মেইল

জিমেইল আনডু সেটিং

মাঝে মাঝেই ভুলে অনেক মেইল চলে যায়। অথবা মেইলটি পাঠানোর পরপরই মনে হয়, সঠিক কথাটা লেখা হয়নি। তাই জিমেইল সাধারণত ৫ সেকেন্ডের মধ্যে একটি পাঠানো মেইল ঠেকানোর উপায় আছে। অর্থাৎ কোনও মেইল কাউকে সেন্ড করার পর পাঁচ সেকেন্ডের মধ্যে চাইলে সেটিকে প্রত্যাহার করা যায়। কিন্তু সবসময় তো পাঁচ সেকেন্ডের মধ্যে কাজটা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে জিমেইল ব্যবহাকারীরা সময়টাকে চাইলে বাড়িয়ে নিতে পারেন।
প্রথমেই জিমেইল অ্যাকাউন্টের সেটিংসে প্রবেশ করুন।
সেখানে জেনারেল অপশনে ইংরেজিতে Undo অপশনে গিয়ে সময় নির্বাচন করুন। সেখানে সর্বনিম্ন পাঁচ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৩০ সেকেন্ড পর্যন্ত দেওয়ার সুযোগ থাকবে। ৩০ সেকেন্ড বেছে নিন।জিমেইলে সেটিংস
একদম নিচে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করুন।
আর হ্যাঁ, স্মার্টফোন থেকেও মেইল ফিরিয়ে আনতে পারবেন। মেইল পাঠানোর সঙ্গে সঙ্গে নিচে Undo করার অপশন ভেসে উঠবে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ওই বাটনে ট্যাপ করতে হবে। জিমেইল সেভ চেইঞ্জেস