অপো নিয়ে এলো রেনো৫

অপো বাজারে নিয়ে এলো তাদের রেনো সিরিজের অপো রেনো৫। ৩৫ হাজার ৯৯০ টাকা দামের রেনো৫-এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সঙ্গে থাকছে এআই মিক্সড পোর্টেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড।

ফোনটির বাজারজাতকরণ অনুষ্ঠানে রেনো৫-এর ‘প্রোডাক্ট অ্যাম্বাসাডর’ হিসেবে মডেল ও অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান।

অপো রেনো৫-এ আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি মনো লেন্স। এছাড়া এর ক্রিস্টাল ক্লিয়ার ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেলফি তোলার জন্য। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ গিগা র‍্যাম ও ১২৮ গিগা স্টোরেজের এই ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ১১।

অপো বাংলাদেশের পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, ‘অপোতে আমরা “টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ডে” বিশ্বাস করি এবং আমরা এই অনুপ্রেরণা থেকেই এই শিল্পে গুরুত্বপূর্ণ উদ্ভাবন নিয়ে আসছি। আমাদের ইমেজিং ফিচারগুলো “পিকচার লাইফ টুগেদারে” সবাইকে উত্সাহিত করবে এবং স্মার্টফোন ফটোগ্রাফিকে সবার জন্য আগের চেয়ে সহজ করে তুলছে।’