ওজন কমবে পরবর্তী ম্যাকবুক এয়ারের

নতুন একটি ম্যাকবুক এয়ার মডেল আনতে কাজ শুরু করেছে অ্যাপল। বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে এটি বাজারে আসতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই ম্যাকবুক এয়ারটি আগের চেয়ে আরও ‘চিকন ও হালকা হবে’।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, নতুন ম্যাকবুক এয়ারের ডিসপ্লের আকার আগের মতোই (১৩ ইঞ্চি) থাকবে। তবে ওজন কমানো হবে। বর্তমানে বাজারে প্রচলিত ম্যাকবুক এয়ারের ওজন ১ দশমিক ২ কেজি। এখান থেকে ওজন কতটুকু নামিয়ে আনা হয় সেটিই দেখার অপেক্ষায় আছেন অনেকে।

পরবর্তী ম্যাকবুক এয়ারে অ্যাপলের নিজস্ব এম-সিরিজ চিপ এবং এম-১ চিপসেট ব্যবহারের কথা রয়েছে। এতে চারটি ইউএসবি-সি পোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নতুন ম্যাকবুক এয়ারের চার্জিং প্রযুক্তিতেও পরিবর্তন আসতে পারে।

অ্যাপল অবশ্য ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার আনারও পরিকল্পনা করেছিল। কিন্তু সেই পরিকল্পনা নিকট ভবিষ্যতে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও অ্যাপলের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি।