দেশের বাজারে পোকো এম২ প্রো

দেশের বাজারে ‘পোকো এম২ প্রো’ মডেলের নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জারসহ আসছে ফোনটি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘পোকো এম২ প্রো’ সর্বাধুনিক প্রযুক্তি ও দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটআপ। ‘ফিল দ্য পাওয়ার’ ট্যাগলাইন নিয়ে পোকো এম২ প্রো সরবরাহ করে উচ্চমানের ফিচার, উচ্চমানের পরিশীলিত সফটওয়্যার।

পোকো এম২ প্রো ফোনটিতে আছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ফুল-স্ক্রিন ডিসপ্লে। রেজ্যুলেশন ২৪০০ বাই ১০৮০ পিক্সেল। সুরক্ষার জন্য আছে ট্রিপল কর্নিং গরিলা গ্লাস৫ প্রযুক্তি। কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে ডিভাইসটি। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, আছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর।

৬ জিবি রম ও ৬৪ জিবি র‌্যামের দাম ২২ হাজার ৯৯৯ টাকা।