অ্যান্ড্রয়েড ১২ ভার্সনে যা থাকছে

ব্যবহারকারীদের সামনে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন নিয়ে হাজির হচ্ছে গুগল।  আপডেট ভার্সনে গোপনীয়তা ও নিরাপত্তার প্রতি জোরদার, ছবি-ভিডিও’র মান বৃদ্ধিতে কাজ করা হয়েছে। 

পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে আপাতত শুধু পিক্সেল ৩ সিরিজ, পিক্সেল ৩এ সিরিজ, পিক্সেল ৪ সিরিজ ও পিক্সেল ৫ সিরিজে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন সাপোর্ট করছে। 

আপডেট ১২ ভার্সনে থাকছে এইচইভিসি ফিচার। ফিচারটি ভিডিও’র মান উন্নত করবে এবং অল্প স্টোরেজে অধিক মানসম্পন্ন ভিডিও রাখা যাবে।

অ্যান্ড্রয়েড ১২ ভার্সনে এভি ১ ইমেজ ফাইল ফরম্যাট (এভিআইএফ) সাপোর্ট করবে— যা ছবির মান ভালো রাখবে।

অধিক স্টোরেজ সম্পন্ন  সামাজিক যোগাযোগ মাধ্যম ও গেমভিত্তিক অ্যাপগুলো অনায়াসে ও নির্বিঘ্নে চলবে।

নোটিফিকেশনের নকশায় ব্যাপক পরিবর্তন আসবে। এছাড়া, ব্যবহারকারীরা নোটিফিকেশনে ক্লিক করলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট অ্যাপে চলে যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করবে।  এছাড়া, গুগল প্লে-স্টোরের নিরাপত্তা বাড়ানো হবে।

অ্যান্ড্রয়েড ১২ ভার্সনে টিভি, ভাঁজযুক্ত ফোন ও ট্যাবলেটের মতো ডিভাইসগুলো নির্বিঘ্নে ব্যবহার করা যাবে।

ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১২ রিলিজ হয়েছে ১৮ ফেব্রুয়ারি, পাবলিক বেটা ভার্সন রিলিজ হবে মে মাসের দিকে।  আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের হাতে ১২ ভার্সনটি পৌঁছে যাবে এ বছরের সেপ্টেম্বরের মধ্যে।

সূত্র: গ্যাজেটস নাউ