টেলিটকসহ ৪ অপারেটরই তরঙ্গ নিলামে অংশ নিচ্ছে

তরঙ্গ (স্পেক্ট্রাম) নিলামে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকও অংশ নিচ্ছে।  এর ফলে আগামী ৮ মার্চ অনুষ্ঠেয় তরঙ্গ নিলাম অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে চার মোবাইল ফোন অপারেটর।  নিলামের আয়োজক টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার (২ মার্চ) তরঙ্গ নিলাম মূল্যায়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।  বিটিআরসিতে অনুষ্ঠিত বৈঠকে নিলামে অংশগ্রহণে আগ্রহী চার অপারেটরের আবেদন যাচাই করা হয়।  আবেদনের সব শর্ত পূরণ হয়েছে কিনা, তথ্য সঠিক কিনা সেসব দেখা হয়।

মূল্যায়ন কমিটির চেয়ারম্যান লিগ্যাল ও লাইসেন্স বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবার আবেদন ঠিক আছে।  সব তথ্যই সঠিকভাবে পাওয়া গেছে।’  তিনি জানান, চারটি অপারেটর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে এবং এদের মধ্যে তিনটি অপারেটর ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গের জন্য আবেদন করেছে।

প্রসঙ্গত, গ্রামীণফোনের মোট তরঙ্গ এখন ৩৭ মেগাহার্টজ।  রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর রবির তরঙ্গের পরিমাণ এখন ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ। অপরদিকে বাংলালিংকের তরঙ্গ বর্তমানে ৩০ দশমিক ৬ মেগাহার্টজ।  আর টেলিটকের হাতে রয়েছে ২৫ দশমিক ২০ মেগাহার্টজ তরঙ্গ।  সব অপারেটরেরই বিভিন্ন ব্যান্ডে তরঙ্গ রয়েছে।