‘সাইবার হামলার জন্য চীনকে জবাবদিহি করতে হবে’

বৃহস্পতিবার (১ এপ্রিল) মাইক্রোসফটের সফটওয়্যারে হামলার পাশাপাশি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠানে হ্যাকাররা যে হামলা চালিয়েছে সেজন্য চীন সরকারকে জবাবদিহি করার তাগিদ দিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলেছে, ‘সাইবার হামলার জন্য চীনকে জবাবদিহি করতে হবে।’

শুক্রবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিজিডি-ই-গভ সার্চ-এর তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে ঝুঁকির মধ্যে মাইক্রোসফটের ই-মেইল এক্সচেঞ্জ সার্ভার। এই হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে এবং এই হামলার সঙ্গে জড়িত রয়েছে চীন সরকার পরিচালিত চীনা হ্যাকার প্রতিষ্ঠান হাফনিয়াম হ্যাকারগোষ্ঠী। যেহেতু এই হ্যাকারগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত, তাই এর সম্পূর্ণ দায়ভার চীন সরকারের। আগামী দিনে হয়তো আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। তাই দ্রুত সাইবার নিরাপত্তা এবং সাইবার হামলার ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করে চীন সরকারের কাছে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয়ভাবে জবাবদিহি ও ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামী দিনে যাতে এ ধরনের হামলার শিকার বাংলাদেশ না হয় তার পূর্ণাঙ্গ নিশ্চয়তাও চীন সরকারকে দিতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি, দ্রুত পদক্ষেপ নিয়ে দেশকে সাইবার ঝুঁকিমুক্ত করুন।’