আসছে গুগলের ফাইভ-জি ফোন

গুগলের পিক্সেল ‘৫এ’ ফাইভ-জি ফোন এ বছর বাজারে আসবে না বলে গুঞ্জন ওঠে।  অবশেষে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে গুগল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে, এ বছরই আসবে পিক্সেলের ‘৫এ’ ফাইভ-জি ফোন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের অনেক পণ্যের সরবরাহ কিছুটা কম থাকবে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে পিক্সেল ‘৫এ’ ফাইভ-জি স্মার্টফোন বাজারে আসবে বলে নিশ্চিত করেছে তারা।

এর আগে গুঞ্জন ওঠে, এ বছর বাজারে আসছে না পিক্সেল স্মার্টফোনটি।  তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে গুগলের এক মুখপাত্র বলেন, পিক্সেল ‘৫এ’ ফাইভ-জি বাতিল করা হয়নি। এ বছরের শেষ দিকে স্মার্টফোনটি বাজারে আসবে। শুরুতে এই ফোন পাওয়া যাবে যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারে।

গত বছর পিক্সেল ‘৪এ’ বাজারে আনার ঘোষণা দেয় গুগল। যেদিন আনুষ্ঠানিক ঘোষণা দেয় সেদিন থেকেই বাজারে ছাড়া হয় স্মার্টফোনটি। পিক্সেল ‘৫এ’ ফাইভ-জির ক্ষেত্রেও এমনটি হবে বলে ধারণা করা হচ্ছে। অনেকে বলছেন, আগামী মাসে গুগলের বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানেই হয়তো নতুন ফোনের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।