অনলাইনে শুভেচ্ছাবাণী পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ স্টিকার বর্তমানে গুরুত্বপূর্ণ একটি টুল হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় অনেক পক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের স্টিকার সরবরাহ করছে। পাশাপাশি জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বর্তমানে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিজেরাই বিশেষ দিবসকে কেন্দ্র করে স্টিকার প্যাক নিয়ে আসছে।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, এক টুইটার পোস্টের মাধ্যমে মা দিবস কেন্দ্রিক স্টিকার প্যাকের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা সহজেই এটি ডাউনলোড করতে পারবেন।
মা দিবসের স্টিকারের ঘোষণা দেওয়া ওই টুইটার পোস্টে একটি লিংক জুড়ে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করেও স্টিকার প্যাকটি ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। তবে স্টিকার ডাউনলোড করার আগে স্মার্টফোন বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিতে হবে।