৫০ লাখ গ্রাহককে ফ্রি কল ও ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

করোনা মহামারিতে যারা রিচার্জ করতে পারেননি তাদের জন্য বিশেষ ভয়েস কল ও ডেটা (ইন্টারনেট) অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। বাংলালিংকের প্রায় ৫০ লাখ প্রি-পেইড গ্রাহক এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বুধবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বাংলালিংক গ্রাহক গত ১৫ এপ্রিলের পরে রিচার্জ না করায় সিম ব্যবহার করতে পারেননি তারা প্রত্যেকে বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম ও ১০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন। ৭ দিন মেয়াদের এই অফারটি পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি নেওয়া যাবে ৩১ মে পর্যন্ত।

বাংলালিংকের পরিচালক (বিপণন) সৌরভ প্রকাশ খারে বলেন, গ্রাহকরা যাতে ডিজিটাল উপায়ে তাদের পরিবার ও নিকটজনের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেজন্য আমরা বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত রাখবো।

উল্লেখ্য, গত বছর লকডাউনের সময় গ্রামীণফোন ও রবি তার গ্রাহকদের (নির্দিষ্ট সময়ে রিচার্জ করতে পারেননি) ফ্রি ভয়েস কল ও ইন্টারনেট উপহার দিয়েছিল।