সাইবার ড্রিল আয়োজন করবে বিডি সার্ট

সাইবার ড্রিলের আয়োজন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিবশতবর্ষ উপলক্ষে বিজিডি ই-গভ সার্ট (বিডি সার্ট) ধারাবাহিকভাবে তিনটি সাইবার ড্রিল আয়োজনের পরিকল্পনা করেছে।  বৃহস্পতিবার (১০ জুন) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে  বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তার ধারণা দিতে আগামী ২৩ ও ২৪ আগস্ট দুই দিনব্যাপী এই সাইবার ড্রিলের আয়োজন করা হবে।

আর্থিক প্রতিষ্ঠানের সাইবার ইনসিডেন্ট হ্যান্ডেলিং দক্ষতা বৃদ্ধির জন্য আগামী ২৩ অক্টোবর দিনব্যাপী ‘সাইবার ড্রিল ২০২১’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল সাইবার ড্রিল ২০২১’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  সাইবার ড্রিলে অংশগ্রহণের বিস্তারিত তথ্য www.cirt.gov.bd সাইটে প্রকাশ করা হয়েছে।

সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে থাকবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

প্রসঙ্গত, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের বিধান অনুযায়ী, বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে।  সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে তথ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিডি ই-গভ সার্ট।