‘উইন্ডোজ ১১’ এর নামে ছড়াচ্ছে ম্যালওয়্যার

বেশ কিছুদিন পরে আসবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১১’।  নতুন এই সংস্করণে বিশেষ আলাদা কিছু না থাকলেও তা বেশ আকর্ষণীয় হবে বলেই দাবি নির্মাতাদের। উইন্ডোজের ১১-এর একটি প্রি-রিলিজ ভার্সন এখন নির্দিষ্ট কয়েকজন ব্যবহারকারীর কাছে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য।

তবে অনেক অতি উৎসাহী প্রি-রিলিজ সংস্করণটিই বিভিন্নভাবে সংগ্রহ করে ব্যবহার করতে শুরু করেছেন। এই তাদের জন্যই আশঙ্কার খবর। উইন্ডোজ- ১১ এর এই ইনস্টালারটি যে শুধু কাজই করবে তা নয়; বরং অনাকাঙ্ক্ষিত কিছু বিপজ্জনক সফটওয়্যারের আক্রমণের শিকার হবে সেই পিসিগুলো।

সংবাদ মাধ্যম স্ল্যাশগিয়ার জানায়, নতুন এই সংস্করণটি মূলত উইন্ডোজ ১০ এর ওপর ভিত্তি করে  তৈরি করা। এতে অল্প কিছু নতুন ফিচার সংযোজন করা হয়েছে। করা হয়েছে নতুন কিছু নান্দনিক পরিবর্তন, যা ব্যবহারকারীদের জন্য বিশেষ আনন্দের হবে।  

ব্যবহারকারীরা ওয়েবে এখনও উইন্ডোজ-১১ খুঁজে বেড়াচ্ছে। অ্যান্টি ভাইরাস প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি জানায়, ক্র্যাকড উইন্ডোজ ১১  এর অনেকগুলো উৎস তারা ওয়েবে পেয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে ক্র্যাকড উইন্ডোজ ১১ এর কোনও সাইটই নয়। সেগুলো মূলত অ্যাডমিন প্রিভিলিজ নিয়ে অন্য সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে ফেলে।

এই প্রোগ্রামগুলো মূলত ট্রোজান এবং বিভিন্ন ধরনের ম্যালওয়্যার। ক্যাস্পারস্কি আরও জানায়, তারা ইতোমধ্যে এ রকম আক্রমণের অনেক চেষ্টাকেই ধ্বংস করে দিয়েছে।