জাতীয় স্কিলস পোর্টাল তৈরিতে সহায়তা দেবে সিনেসিস আইটি

জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য প্রকাশ এবং খাতভিত্তিক তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে সিনেসিস আইটি। এই চুক্তির ফলে গত ২৯ আগস্ট থেকে জাতীয় স্কিলস পোর্টাল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শিরোনামে পরামর্শক সেবা ক্রয়ের নিমিত্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সিনেসিস আইটি।

সোমবার (৩০ আগস্ট) চুক্তিতে সিনেসিস আইটির পক্ষ থেকে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে সই করেন যুগ্ম সচিব মো. নূরুল আমিন। চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ  প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত দেশে রূপান্তরের জন্য দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

-বিজ্ঞপ্তি