বিভিন্ন দেশে ইনস্টাগ্রাম বিভ্রাট

অনেক ব্যবহারকারী ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছেন না। বিশ্বের বিভিন্ন দেশে আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই এই সমস্যা দেখা গেছে। এরইমধ্যে অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইনস্টাগ্রামের বিভ্রাট নিয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।

ওয়েবসাইট এবং অ্যাপের বিভ্রাট পর্যবেক্ষণকারী সাইট ডাউনডিটেক্টরের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ আছে ইনস্টাগ্রাম। অনেকে এটি নিয়ে আলোচনা করছেন।

সমস্যায় পড়া ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছেন না। তাদের পেজ রিফ্রেশ হচ্ছে না। এছাড়া ইনস্টাগ্রামে কোনও পোস্টও করা যাচ্ছে না। কোনও কোনও পোস্ট এরর দেখাচ্ছে বলেও অভিযোগ আসছে।

ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির বিভ্রাটের কারণ কী তা এখন পর্যন্ত জানা যায়নি। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বিভ্রাটের বিষয়টি স্বীকার করেনি এবং আনুষ্ঠানিক কোনও বিবৃতিও দেয়নি।