ওয়ালটন নিয়ে এলো নতুন ট্যাব

সম্প্রতি নতুন মডেলের একটি ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ওয়ালপ্যাড ১০এস মডেলের এই ট্যাবে রয়েছে ১০.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও বিল্ট-ইন কি-প্যাড ইত্যাদি। এর দাম ২৬ হাজার ৯৯০ টাকা। 

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে উন্নতমানের ট্যাবলেট কম্পিউটারের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্যই ডিজিটাল ডিভাইসের জগতে ওয়ালটনের নতুন সংযোজন ওয়ালপ্যাড ১০ এস।’

অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে রয়েছে ২.২ ও ১.৮ গিগাহার্টজ গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকছে ৪ গিগা র‌্যাম এবং স্টোরেজ ৬৪ গিগাবাইটের। এক্সটারনাল কার্ডের মাধ্যমে আরও ৫১২ গিগাবাইট পর্যন্ত  বাড়ানো যাবে। ওয়ালপ্যাডটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। -বিজ্ঞপ্তি