ভিডিও কলিং ডিভাইসের নতুন মডেল আনলো ফেসবুক

ভিডিও কলিং ডিভাইসের নতুন দুটি মডেল বাজারে এনেছে ফেসবুক। একইসঙ্গে প্রথমবারের মতো ডিভাইসটির পোর্টেবল ভার্সনও এনেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক ঘোষণায় এসব তথ্য জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ফেসবুকের ভিডিও কলিং ডিভাইসের নাম পোর্টাল। এটিকে আরও উন্নত করতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বাজারে পোর্টালের চাহিদা কেমন বা কী পরিমাণ বিক্রি হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুক। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, করোনা মহামারির সময়ে পোর্টালের বিক্রি বেড়েছে। অনেক প্রতিষ্ঠান ‘হোম অফিস’ চালু করায় বাসায় থেকেই কাজ করছেন কর্মীরা। ফলে ভিডিও কলিং ডিভাইসটির বিক্রি বেড়েছে বলে জানান তিনি।

ফেসবুক তাদের ‘পোর্টাল’ নামের ডিভাইস প্রথম বাজারে আনে ২০১৮ সালে। এতে এমন এক ধরনের ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা একটি কক্ষের মধ্যে ব্যবহারকারীকে অনুসরণ করতে সক্ষম। অর্থাৎ, কোনও ব্যবহারকারী ভিডিও কলিংয়ে যুক্ত হয়ে সামনে থেকে সরে গেলে ক্যামেরা তাকে অনুসরণ করে সরে যাবে। সংশ্লিষ্ট কক্ষের বাইরে না গেলে ব্যবহারকারী সবসময় ক্যামেরার আওতার মধ্যেই থাকবেন।

নতুন ‘পোর্টাল গো’ নামের পোর্টেবল ডিভাইসটি কিনতে হলে ব্যবহারকারীকে খরচ করতে হবে ১৯৯ ডলার। আর বড় স্ক্রিনের পোর্টাল প্লাস ৩৪৯ ডলারে কেনা যাবে। দুটি ডিভাইসেরই বিক্রি শুরু হবে ১৯ অক্টোবর।