শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, বিজয়ীদের নাম ঘোষণা

পর্দা নামলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় এই আয়োজন সম্পন্ন হয়। মঙ্গলবার (৫ অক্টোবর)  প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ. রহমান এবং নাসা স্পেস চ্যালেঞ্জের উপদেষ্টা, বিচারক, মেন্টর এবং প্রতিযোগীরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো আয়োজন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমি মনে করি। আমাদের দেশের সব দুর্যোগ মোকাবিলা করে সামনে এগিয়ে যাবে তরুণ সমাজ। নাসা এক্ষেত্রে একটি দুর্দান্ত উদ্যোগ বলে আমি মনে করি।’

ফারহানা এ রহমান বিজয়ীদের নাম ঘোষণা করে বলেন, ‘বাংলাদেশ থেকে আট শতাধিক প্রকল্প এবার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় জমা দেওয়া হয়। ১২৫টি প্রকল্প নির্বাচিত হয়েছে, যারা ভার্চুয়ালি গত  ১-২ অক্টোবর ৪৮ ঘণ্টার হ্যাকাথনে অংশ নেন। বাংলাদেশের ৯টি শহর থেকে ৩টি করে মোট ২৭টি প্রকল্পকে আমরা এবার পুরস্কৃত করছি। এবারের বেশ কয়েকটি প্রকল্প আন্তর্জাতিকভাবেও পুরস্কৃত হবে বলে আমি আশাবাদী।’

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১’ এর উপদেষ্টা আরিফুল হাসান অপু বলেন, ‘বেসিস নাসার প্রজেক্ট এক্সিলেটর প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেয়। তিনি ভবিষ্যতে নাসার প্রজেক্ট এক্সিলেটর প্রোগ্রামের মাধ্যমে ৫০টির বেশি টিম নিয়ে বছরব্যাপী কাজ করার পরিকল্পনা কথা জানান।

অঞ্চলভিত্তিক বিজয়ীদের তালিকা

১. বরিশাল অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ  ইকো ইউনিকর্ন, রানার আপ স্পেস আই  এবং বিজয়ী দল প্রেহিম।

২. চট্টগ্রাম অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ স্পেস ক্রপ, রানার আপ ক্যালেস্টিয়াল সিক্স এবং বিজয়ী দল সোলার স্পেক।

৩. কুমিল্লা অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ ডায়নামো ওয়ারিয়র, রানার আপ গ্রিন এক্স এবং বিজয়ী দল টেক্সজেন।

৪. খুলনা অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ নাসা ইয়ং এক্সপ্লোরার, রানার আপ ফ্লাই হাই এবং বিজয়ী দল মহাকাশ।

৫. ময়মনসিংহ অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ টেক হাব, রানার আপ ইন্সেপশন ওকে এবং বিজয়ী দল সোলারিস।

৬. রাজশাহী অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ ইন্টার কানেক্ট, রানার আপ স্পেস আই এবং বিজয়ী দল থ্রি থার্টিন।

৭. রংপুর অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ টিম পার্সিভারেন্স, রানার আপ শুটাউস্টার্স এবং বিজয়ী দল টিম শকওয়েব।

৮. সিলেট অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ আর্টিবটস, রানার আপ সাস্ট এস্পাইর। বিজয়ী দল এমআইএসটি মহাশুন্যের অভিসারী।

৯. ঢাকা অঞ্চল থেকে সেকেন্ড রানার আপ লুমিনাল ক্যালিবার, রানার আপ লুব্ধক এবং বিজয়ী দল বুয়েট জেনিথ।