এএমডি রাইজেন প্রসেসরের জন্য উইন্ডোজ ১১ এর দুঃসংবাদ

বাজারে এসেছে উইন্ডোজ ১১। কিন্তু যাদের এএমডি রাইজেন প্রসেসরের পিসি, তাদের জন্য রয়েছে আপাতত দুঃসংবাদ। এই পিসিতে উইন্ডোজের সম্পূর্ণ পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটি জানায়, এএমডি’র চিপের কারণে সম্ভবত কিছু সমস্যা হয়েছে। যার জন্য উইন্ডোজ ১১ এর পারফরমেন্স কিছু কিছু ক্ষেত্রে ১৫ শতাংশ কম পাওয়া যাচ্ছে। তাই এই পিসি ব্যবহারকারীদের আপাতত অপেক্ষা করতে হবে নতুন আপডেট আসা পর্যন্ত।

ভার্জ জানায়, এএমডি এবং মাইক্রোসফট উভয়েই রাইজেন প্রসেসরে মূলত দুইটি সমস্যা পেয়েছে। এর একটি হলো— নতুন ওএসের কারণে এল-৩ ক্যাশের ল্যাটেনসি তিনগুণ হয়ে গিয়েছে।

এএমডি জানায়, এর কারণে আক্রান্ত অ্যাপলিকেশনগুলোর পারফরমেন্স ৩ থেক ৫ শতাংশ নেমে আসতে পারে। আর কিছু কিছু গেমের ক্ষেত্রে এই হার ১০ থেকে ১৫ শতাংশ।

এছাড়াও এই ওএস এএমডি’র ‘প্রিফারড কোর’ প্রযুক্তিতে সমস্যা করছে। এএমডি আরও সতর্ক করেছে যে, সিপিইউ-নির্ভর টাস্কের ক্ষেত্রে পারফরমেন্সের সমস্যা হতে পারে, বিশেষ করে আট কোরের ওপরের প্রসেসর ৬৫ ওয়াট টিডিপি-তে।

এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানই জানিয়েছে, তারা খুব সক্রিয়ভাবে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। উভয় প্রতিষ্ঠানই কথা দিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ সফটওয়্যার এবং উইন্ডোজ আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেবে।