গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট

গ্যাজেটস প্রেমীদের ভরসাস্থল গ্যাজেট অ্যান্ড গিয়ার সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রূপায়ন শপিং স্কয়ারে একটি নতুন আউটলেট চালু করেছে। এই আউটলেট ক্রেতাদের পছন্দের সব ব্র্যান্ডের পণ্যসামগ্রী নিয়ে প্রস্তুত।

এখানে পাওয়া যাবে অ্যাপল, স্যামসাং, ওয়ান প্লাস থেকে শুরু করে ভিভো, অপো, শাওমি, হুয়াওয়ে, লেনোভো, মটোরোলা, অ্যামেজফিট, সনি, ফসিল-সহ জনপ্রিয় সব ব্র্যান্ডের ফোন, স্মার্টওয়াচ ও গ্যাজেটস। পাশাপাশি থাকছে এডিফার, জাবরা, স্কালক্যান্ডি, এসকে রস, বিটস, বোস ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম, হেডফোন, ওয়্যারলেস ও স্পিকার। এছাড়া স্পাইজেন, বেলকিন, স্পেক, স্যানডিস্ক ব্র্যান্ডের একসেসরিজ তো আছেই।
গ্যাজেট অ্যান্ড গিয়ার দেশের অন্যতম জনপ্রিয় মাল্টি-ব্র্যান্ডেড হাইব্রিড চেইন শপ। ঢাকা শহরে ২২টি আউটলেট নিয়ে সেবাদান করছে। ৫০টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের গ্যাজেট আর একসেসরিজ পাওয়া যাবে এখানে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় ভালো একটা গ্রাহক চাহিদা রয়েছে আমাদের। আশেপাশের সব গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেট বুধবার বন্ধ থাকায় এলাকাবাসীর জন্য বেশ কঠিন হতো বুধবারে সেবা পেতে। তাই ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে এই আউটলেটটি সপ্তাহের ৭ দিনই খোলা থাকবে।

প্রসঙ্গত,গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশের একমাত্র প্রিমিয়াম মোবাইল রিটেইল চেইনশপ ও অ্যাপলের অথরাইজড রিসেলার ও ডিস্ট্রিবিউটর। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে ২০১৮ সাল থেকে অনলাইনেও পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানা যাবে www.gadgetandgear.com থেকে।

-বিজ্ঞপ্তি