পাঁচ চালককে পুরস্কৃত করলো উবার

উবার বাংলাদেশে সেবাদানের পাঁচ বছর উপলক্ষে ‘হিরো ড্রাইভার’ পার্টনারদের পুরস্কৃত করেছে। এ বছর তিন জন গাড়ি চালক এবং দুই জন মটো (মোটর বাইক)চালককে পুরস্কৃত করা হয়। তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা ও একটি করে ট্রফি দেওয়া হয়। সেরা পারফরমেন্স, সর্বোচ্চ রেটিং, সেবার মান ও মহামারিকালে সেবার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত চালকরা হলেন— মো. মিলন, মো. কুদ্দুস মিয়া, মো. সজীব হোসেন, মো.মোস্তফা কামাল ও মো. জিয়াউর রহমান।

বাংলাদেশে পাঁচ বছর পূর্তি উপলক্ষে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মো. আরমানুর রহমান বলেন, ‘গত পাঁচ বছরে নিজেদের অর্জন এবং সমাজের সবার কাছ থেকে পাওয়া ভালোবাসার কারণে আমরা গর্বিত। আমাদের যাত্রা মাত্র শুরু হচ্ছে এবং সামনের বছরগুলোতে আরও  অনেক মাইলফলক উদযাপন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘ফ্রি রাইডগুলোর কারণে এই কঠিন সময়ে উবারের প্ল্যাটফর্মে চালকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। হাজার হাজার বাংলাদেশির জন্য ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টিতে এবং দেশের উন্নয়নে সাহায্য করতে উবার প্রতিজ্ঞাবদ্ধ।’